Quantcast
Channel: Wapka – Trickbd.com
Viewing all articles
Browse latest Browse all 771

আপনার wapka, wapkiz, wordpress সাইটে ১এর ঘর থেকে ২০ এর ঘরের নামতা বা গুণ টেবিল বসান এবং সাইডকে শিক্ষনিয় করে তুলুন।

$
0
0

আস্সালামুআলাইকুম, সবাই  কেমন আছেন, আশা করি সকলে ভাল আছেন কারন এই রকম ভাল ভাল ট্রিকস্ ট্রিকবিডিতে হয়, তাই আপনারা ভাল না থেকে জাবেন কই। তো চলুন শুরু করিঃ

আমাদের যে সকল সাইড রয়েছে এর মধ্য আমরা যদি বইয়ের মত নামতা সাইযে দিতে যাই, তাহলে কত সময় লাগবে চিন্তা করা যায়।

আর একটা ওয়েবসাইকে শিক্ষনিয় করে তুলতে কত কিছুই না প্রয়োজন হয়। এ সকল বিষয় চিন্তা করে আমি আপনাদের জন্য আজ নামতা বানাইলাম ১ এর ঘর হতে ২০ এর ঘর পর্যন্ত।

এইটা আপনার সাইডে বসাতে গেলে অবশ্যই আপনার সাইডের HTML এ বসাতে হবে।

আপনারা যারা বসাবেন তাদের অবশ্যই জনা থাকার কথা HTML কোডগুলো কোথাই বসাতে হয় আর যদি আপনার কেউ HTML কোথায় বসাতে হয় না যানেন তাহলে কমেন্ট করবেন আশা রাখি সমাধান দেওয়ার চেষ্টা করব।

নামতার ইস্কেনস্ট দেখে নিন আপনারাঃ

এবার আপনার সাইডের জন্য এই কোডটি যে ভাবে লাগাবেন তা হল প্রথমে এই লিঙ্কে গিয়ে সাইডের ডিমো সহ একটা বক্স পাবেন ওই বক্স এর ভিতর যা যা আছে সম্পূর্ন কপি করে আপনার সাইডের  এইচটিএমএল এ বসাবেন অথবা আপনি নিচের বক্স হতেও কপি করতে পারেন।

১ঘন্টা যাবত চেষ্টা করেও ট্রিকবিডিতে কোড বসাতে পাড়লাম না, কেউ যদি নিয়োম টা জানেন তাহলে আমাকে কমেন্ট এ জানাবেন তাহলে পরবর্তি পোষ্টে দেওয়ার চেষ্টা করব। textarea দিয়েছিলাম কিন্তু হয় নাই কোড বসানোর জন্য আর কি কি কোড আছে জানাবেন প্লিজ

 

এই বক্স এ যেমন দেখছেন তেমন একটি বক্স পাবেন ওই বক্স থেকে কপি করে আপনার ওয়েবসাইডে পেষ্ট করুন।

দেখুন যে পেইজে পেইষ্ট করেছেন সেই বক্স ডিমোর মতো হয়ে গেছে।

আর কার কি প্রয়োজন সাইডের জন্য কমেন্ট করে জানাবেন, আশা রাখি আপনাদের কমেন্ট এর উপর ভিত্তি করে আমার পরবর্তি টিউটোরিয়াল হবে।


Viewing all articles
Browse latest Browse all 771

Latest Images

Trending Articles



Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>